Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

নেতাজির জন্মদিন নিয়েও রাজনীতি মোদী-মমতার!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন আজ। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ঘিরে দুই রাজনীতি শুরু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালে যে ট‍্যুইট করলেন, তা থেকে স্পষ্ট। আজ শনিবার সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও একগুচ্ছ কর্মসূচি রয়েছে। মোদী-মমতা সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে। তার আগে সকালে ট‍্যুইট করে মমতা লেখেন, ‘দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাই। উনি ছিলেন প্রকৃত নেতা। মানুষের ঐক্যে বিশ্বাসী ছিলেন। আমরা আজকের দিনটা ‘দেশনায়ক দিবস’ হিসাবে পালন করছি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’‌

অন্যদিকে, শনিবার সকালেই মোদীর ট‍্যুইট, ‘মহান মুক্তিযোদ্ধা ও ভারতমাতার সত্যিকারের পুত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শত প্রণাম। দেশের স্বাধীনতার জন্য তাঁর ত্যাগ এবং আত্মনিবেদন সবসময় স্মরণ করা হবে।’‌ এরপর হ্যাশট্যাগ করে লেখেন ‘পরাক্রম দিবস।’

মমতা দ্বিতীয় টুইটে বলেছেন, ‘রাজারহাটে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। নামকরণ হবে ‘আজাদ হিন্দ ফৌজ’–এর নামে। এছাড়া নেতাজির নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এই বিশ্ববিদ্যালয়ের পুরো খরচ রাজ্য সরকার বহন করবে। যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশের নানা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ থাকবে।’‌

তৃতীয় টুইটে শনিবারের কর্মসূচির কথা লেখেন মমতা। বলেন, ‘এক বৃহৎ পদযাত্রার আয়োজন করা হয়েছে আজ। চলতি বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডও নেতাজির নামেই উৎসর্গ করা হবে। শনিবার ১২.‌১৫ মিনিটে সাইরেন বাজানো হবে। প্রত্যেককে আর্জি জানাচ্ছি, বাড়িতে শঙ্খ বাজাবেন।’‌ সেই সঙ্গে মমতা আরও একবার ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন। টুইটে লেখেন, ‘২৩ জানুয়ারির দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করুক কেন্দ্র।’‌ এরপর তিনি হ্যাশট্যাগ করে লেখেন ‘দেশনায়ক দিবস।’

 

Leave a Reply

error: Content is protected !!