Friday, November 22, 2024
দেশফিচার নিউজ

‛বেকাররা কাজ চাইছে, সরকার চাঁদ দেখাচ্ছে’ – মোদীকে তীব্র খোঁচা রাহুলের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দীর্ঘ ৫ মাস পর প্রকাশ্যে মুখ খুললেন রাহুল গান্ধী। মহারাষ্ট্রের ভোট প্রচারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানালেন রাহুল। মহারাষ্ট্রের লাটুর জেলায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, ‛দেশের বেকাররা যখন কাজ চাইছে, সরকার তখন চাঁদ দেখাচ্ছে। ৩৭০ ধারা, চাঁদ নিয়ে সরকারের কথার ফুলঝুরি ফুটছে। অথচ আশু সমস্যাগুলি নিয়ে কোনও ভ্রুক্ষেপই নেই।’ আগামী ২১ তারিখ মহারাষ্ট্রে ভোট গ্রহণ।

লোকসভা ভোটে বিপর্যয়ের পর দলের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রাহুল। সংসদে যাওয়া ছাড়া প্রকাশ্য কোনও রাজনৈতিক কর্মসূচিতে বক্তৃতাও দেননি। ভোটের যখন আর এক সপ্তাহ বাকি, তখন মোদীর বিরুদ্ধে অর্থনৈতিক মন্দাকেই মহারাষ্ট্রের ভোট ময়দানে হাতিয়ার করলেন রাহুল। তিনি বলেন, “গাড়ি, হীরে, বস্ত্র—শিল্পের সব ক্ষেত্র ধুঁকছে। ৪০ বছরে বেকারত্ব সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। কিন্তু মিডিয়া, মোদী কারও মুখে এ সব নিয়ে টুঁ শব্দটিও নেই।”

Leave a Reply

error: Content is protected !!