দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রয়োজনে আত্মরক্ষায় গুলি চালাতে পারে কেন্দ্রীয় বাহিনী, আজ নির্বাচন কমিশন এই নতুন নির্দেশ দেয় ৷ তবে সেক্ষেত্রে অবশ্যই মানতে হবে কিছু নির্দেশিকা । প্রাথমিকভাবে যদি সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তবেই প্রথমে শূন্যে গুলি ছুড়তে পারবে বাহিনী । তারপর হামলাকারীর হাঁটুর নিচে গুলি চালাতে পারবে । সেক্ষেত্রেও সম্পূর্ণ সিদ্ধান্ত বাহিনীর কমান্ডারের উপর বর্তাবে বলে জানিয়েছে কমিশন । আর এই নতুন নিয়ম নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷
শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী সুদীপ্ত রায়ের সমর্থনে এদিন প্রচারে বেরোন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ নির্বাচন কমিশনের নতুন নিয়ম নিয়ে সাংসদ বলেন, “নরেন্দ্র মোদী, অমিত শাহ ভয় পেয়েছেন ৷ তাই পশ্চিমবাংলায় গুলি চালিয়ে নির্বাচন করতে চাইছেন ।” তৃণমূলের পদযাত্রায় অংশগ্রহণ করে কল্যাণবাবু বলেন, ‘‘এগুলি সমস্ত অমিত শাহ করাচ্ছেন, যাতে গুলি চালিয়ে তৃণমূল কংগ্রেসকে কর্মীদের মারতে পারেন । অমিত শাহ বুঝে গিয়েছেন, পশ্চিমবাংলায় বিজেপির অবস্থা খুব খারাপ । তাই নির্বাচন কমিশনকে দিয়ে গুলি চালাতে বলছেন ।” তাঁর মতে, এটি নির্বাচন কমিশনারের কথা নয়, এটা নরেন্দ্র মোদি আর অমিত শাহের কথা । নির্বাচন কমিশন এই কথাগুলি শুধু উচ্চারণ করছে মাত্র ।
এবিষয়ে পাল্টা বিজেপি প্রার্থী কবীরশংকর বোস বলেন, ” নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান । এখানে কারোর প্রভাব হয় না ৷” তিনি তৃণমূলকে বাংলার বর্তমান অবস্থার দিকে নজর দিতে বলেন ৷ গতকাল দমদমের বিজেপি প্রার্থী আক্রান্ত হওয়ার কথা উঠে আসে তাঁর কথায় । কবীর বলেন, ‘‘দুশো’র বেশি কর্মী খুন হয়েছেন । নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে কোনও রাজনৈতিক দল প্রশ্ন করতে পারে না ৷’’ তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ওঁর মাথার ঠিক নেই । যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়, মানুষ বেরিয়ে যাতে ভোট দিতে পারে, তার জন্য নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে ।’’