নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কাঁথি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে কড়া অবস্থান ও বিভ্রান্তিকর বক্তব্যের দরুন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির বসন্তিয়া এলাকায় তাহের উদ্দিন নামে এক যুবক মানসিক ভারসাম্য হরিয়ে নিজেই নিজের শরীরে ছুরিকাঘাত করে বলে খবর। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কাঁথি মহকুমা হসপিটালে ভর্তি করা হয়। পরে তাকে পিজিতে স্থানান্তরিত করা হয়।
পরিবারের অভিযোগ, তাহের উদ্দিনের কাগজপত্রে ভুল ছিল বলে কয়েকদিন থেকেই মানসিকভাবে চিন্তায় ছিলেন তিনি। নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে বিরোধী নাগরিক মঞ্চের (কাঁথি) পক্ষ থেকে সেখ খালিদ আলি ও সেখ ইসরাল আলি প্রমুখ তাহের উদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁরা সাধারন মানুষকে বিভ্রান্ত না হওয়ার আবেদন জানান। সেই সাথে নাগরিক মঞ্চের নেতৃত্বরা জানান, বিভিন্ন এলাকায় ছোট ছোট সভা করে সিএএ ও এনআরসি নিয়ে সচেতনতা গড়ে তুলবেন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন