Friday, March 14, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

মোদী সমর্থকদের ‛বয়কট চিন’ ডাক মূল্যহীন? আইসিআইসিআই ব্যাংকের শেয়ার কিনল চিন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : একদিকে লাদাখে ভারত ও চিনা সেনাদের মধ্যে সহিংস সংঘর্ষের পর দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি সোশ্যাল মিডিয়ায় চিনা পণ্য বর্জনের প্রচার চালাচ্ছে। অন্যদিকে মোদী সরকার চুপচাপ ভারতের ব্যাংকগুলি চিনের হাতে তুলে দিচ্ছে। জানা গেছে যে, সম্প্রতি চিনের সেন্ট্রাল ব্যাংক, পিপলস ব্যাংক অফ চায়না ভারতের বেসরকারী খাতের ব্যাংক আইসিআইসিআই ব্যাংকে বিনিয়োগ করেছে।

তবে এখন বিজেপির সমর্থকরা এই বিষয়ে প্রতিবাদ করছেন না, বা কোনও হিন্দুত্ববাদী সংগঠনই চিনকে গালি দিচ্ছে না। উল্লেখ্য, এই প্রথমবার নয় যে চিনের কোনও কেন্দ্রীয় ব্যাংক ভারতে কোনও ব্যাংকে বিনিয়োগ করেছে। এর আগে মার্চ মাসে চিন এইচডিএফসি লিমিটেডে বিনিয়োগ করেছিল এবং এর অংশীদারত্ব ১ শতাংশেরও বেশি বাড়িয়েছিল।

চিনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না আইসিআইসিআইতে কেবল ১৫ কোটি টাকা বিনিয়োগ করেছে এবং এই বিনিয়োগটি যোগ্য প্রাতিষ্ঠানিক স্থানের মাধ্যমেই হয়েছে। এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে, দেশের স্বার্থে কোনও ধরণের ঝুঁকি নেই কারণ ভারতে ব্যাংকিং ব্যবসা আরবিআইয়ের কঠোর তত্ত্বাবধানে রয়েছে। আসলে চিনের কেন্দ্রীয় ব্যাংক এখন ভারতের মতো অন্যান্য দেশে বিনিয়োগ বাড়িয়ে তুলছে।

Leave a Reply

error: Content is protected !!