দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনার গ্ৰাসে দেশ, এদিকে ভোট প্রচারে ব্যস্ত মোদী, বাংলায় একটিও সভা বাতিল না করার ঘোষণা। রাজ্যে চলতি বিধানসভা ভোটের মধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এরইমধ্যে জানা গিয়েছে রাজ্যের ভোটে বিজেপির হয়ে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও জনসভা বাতিল হবে না। কোভিড বিধি মেনেই এই জনসভাগুলি হবে। ব্যবহার করা হবে এলইডি স্ক্রিন। বিজেপি সূত্রে এমনটাই খবর। রাজ্যের তিন দফার নির্বাচন বাকি রয়েছে। প্রধানমন্ত্রীর এখনও চারটি জনসভা করার কথা। দুদিনে ওই চার সভা হওয়ার কথা ছিল। এখন সূত্রের খবর, ২৩ এপ্রিলই হয়ে যাবে ওই চার সভা।
HomeLatest Newsকরোনার গ্ৰাসে দেশ, এদিকে ভোট প্রচারে ব্যস্ত মোদী, বাংলায় একটিও সভা বাতিল না করার ঘোষণা