Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‛মোদীবাবু পেট্রোল বেকাবু’, পেট্রোলের দাম সেঞ্চুরিতে কটাক্ষ অভিষেকের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে এবার সরব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন টুইটে তিনি লেখেন, ঐতিহাসিক উচ্চতায় জ্বালানি তেলের দাম। দেখে যেন মনে হচ্ছে মানুষের সমস্যা বাড়াতে খুবই পরিশ্রম করছে কেন্দ্রীয় সরকার। এরই সঙ্গে তারই করা গত বছরের একটি টুইট উল্লেখ করে তিনি লেখেন, ২০২০ সালের তেমন কোনও পরিবর্তন হয়নি। দেশের মানুষের দাবিগুলি উপেক্ষা করে একে অন্যকে দোষারোপ করার খেলায় মেতেছে।’ সেই সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন ‘মোদীবাবু পেট্রোল বেকাবু’। এরই পাশাপাশি তৃণমূলের অনেক নেতা-মন্ত্রীরা ওই হ্যাশট্যাগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন।

প্রসঙ্গত, আজ ফের দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। এদিন লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে ৪১ পয়সা। কলকাতায় আজ পেট্রোল ৯৯ টাকা ৪৫ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম ২৪ পয়সা বেড়ে হয়েছে ৯২ টাকা ২৭ পয়সা। অনেক আগেই দেশের একাধিক রাজ্যে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম। এমনকী, রাজ্যের একাধিক জেলাতেও ১০০ পেরিয়েছে পেট্রোলের দাম‌। আজ আলিপুরদুয়ারে পেট্রোল ১০০ টাকা ৫১ পয়সা, কোচবিহারে ১০০ টাকা ৬৩ পয়সা। পাশাপাশি ঝাড়গ্রাম ও পুরুলিয়াতেও সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম।

আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন অভিষেক ব্যানার্জি। পাশাপাশি মহাসচিব পার্থ চ্যাটার্জি টুইটে লেখেন, নরেন্দ্র মোদির নাটক দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছেন। এখন আকাশছোঁয়া পেট্রোলের দাম, কিন্তু তিনি এখন লুকিয়ে আছেন আর মিথ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।’ যদিও এই পরিস্থিতিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘পেট্রোল-ডিজেলের দাম তো আজ থেকে বাড়ছে না। আগেও বাড়ত, এখনও বাড়ছে। কেন্দ্রীয় সরকার এ নিয়ে চিন্তাভাবনা করছে। গোটা বিশ্ব এখন অর্থনীতির সঙ্গে লড়াই চালাচ্ছে। ধীরে ধীরে আবার দাম কমে যাবে।

Leave a Reply

error: Content is protected !!