Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

মোদীর দলে মুসলিম নেতা গোলাম হায়দার! তৃণমূল ছেড়ে বিজেপিতে খোদ মন্ত্রীর ভাই

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তর দিনাজপুরে তৃণমূলের সংখ্যালঘু ভোটে বড়সড় ভাঙন ধরাল গেরুয়া শিবির। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন খোদ মন্ত্রীর ভাই। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিধায়ক রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানির ভাই গোলাম হায়দার রাজ্যের শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে যোগ দিলেন বিজেপিতে। একইসঙ্গে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের কয়েকশো নেতা কর্মী।

শনিবার ইসলামপুরে বিজেপির জনসভায় মন্ত্রীর ভাইয়ের হাতে পাতাকা তুলে দেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন। বিজেপির এই যোগদান সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বরা।

 

Leave a Reply

error: Content is protected !!