Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কোভিড মোকাবিলায় পুরোপুরি ব‍্যর্থ, আন্তর্জাতিক স্তরে জনপ্রিয়তা কমেছে মোদীর, দাবি সমীক্ষায়

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনার নাজেহাল দেশ। অক্সিজেনের অভাবে চারিদিকে শুধুই হাহাকার। দেশে লাশের মিছিল বইছে। এমন সময়েও নরেন্দ্র মোদীর সরকার করোনার বিরুদ্ধে লড়াই না করে প্রতিহিংসার রাজনীতি করতে মগ্ন। কোভিড মোকাবিলায় পুরোপুরি ব‍্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার। যার ফলে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয়তা কমেছে মোদীর, এমনটাই দাবি এক আন্তর্জাতিক সমীক্ষায়। মোদীর ভাবমূর্তি কী ভাবে পুনরুদ্ধার করা যায়, তা নিয়ে দলের ভিতরে আলাপ-আলোচনাও কম হচ্ছে না। এ বার একটি মার্কিন সমীক্ষক সংস্থার রিপোর্টও মোদীর জনপ্রিয়তা কমার ছবি তুলে ধরল। বিজেপির কপালে ভাঁজ তাই বাড়ছে।

আমেরিকার মর্নিং কনসাল্ট নামে একটি ডাটা-সমীক্ষক সংস্থা বিশ্বের বহু রাষ্ট্রনেতার জনপ্রিয়তার উত্থান-পতনের রেখচিত্র তৈরি করে থাকে। ২০১৯ থেকে সেই তালিকায় আছেন মোদীও। মঙ্গলবার প্রকাশিত এপ্রিল মাসের রিপোর্টে দেখা যাচ্ছে, মোদীর জনপ্রিয়তার সূচক আগের চেয়ে ২২ পয়েন্ট কমেছে। এই সপ্তাহে মোদীর জনপ্রিয়তার সার্বিক সূচক দাঁড়িয়েছে ৬৩ শতাংশ। ২০১৯-এর পর থেকে এটাই তাঁর নিম্নতম স্কোর। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন-ওষুধ-টিকা-শয্যার অভাবে মৃত্যুমিছিল এবং অশেষ দুর্গতিই এর কারণ বলে মনে করা হচ্ছে।

আর একটি আন্তর্জাতিক জনমত সমীক্ষক সংস্থা, ইউগভ-এর রিপোর্টও একই ছবি দেখিয়েছে। শহুরে ভারতবাসীর মধ্যে করা তাদের সমীক্ষায় ধরা পড়েছে, ফেব্রুয়ারিতে কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেই মোদীর জনপ্রিয়তা নিম্নমুখী। কোভিড-সঙ্কট সামলাতে মোদী কতটা সফল, এই প্রশ্নের উত্তরে ‘খুব ভাল’ বা ‘মোটের উপর ভালই’ উত্তর দিয়েছেন ৫৯ শতাংশ উত্তরদাতা। কোভি়ডের প্রথম ঢেউয়ে এই অনুপাতটা ছিল ৮৯ শতাংশ।

Leave a Reply

error: Content is protected !!