দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে তিন উইকেট তুলে নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট দখল করে ভারতের জয় নিশ্চিত করেছেন বাংলার পেসার মোহাম্মদ শামি। শামির বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বিরাট কোহলি। এবার শামির পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাঁকে চিতা বাঘের সঙ্গে তুলনা করলেন ব্যাটিং লেজেন্ড সুনীল গাভাস্কার।
তাঁর কথায়, চিতা বাঘ যেভাবে শিকারের জন্য ঝাঁপায়, শামির দৌড়ও অনেকটা সেরকমই। বল করার সময় শামির শারীরী ভাষা দেখেও মুগ্ধ সানি।
সানি বলেন, ওভারের প্রতিটা বলেই উইকেট নেওয়ার চেষ্টা করেন মহম্মদ শামি। তাঁর প্রতি বলেই কিছু না কিছু কাহিনী থাকে। বল ডেলিভারির সময় মহম্মদ শামির সিম ও রিস্ট পজিশনের উচ্ছ্বসিত প্রশংসা করে সানি বলেন, বল ছাড়ার একদম শেষ মুহর্তে একটি আঙুল হালকা করে নামিয়ে দেন শামি। তাতেই বল কেটে ব্যাটসম্যানের দিকে যায়। নিবিষ্ট অনুশীলন ছাড়া এই কেরামতি সম্ভব নয় বলেই মনে করেন সুনীল গাভাস্কর।
চোট সারিয়ে ফিরে এসে যেন আগের থেকে অনেক বেশি ক্ষুরধার হয়েছেন মহম্মদ শামি। দেশের মাঠে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে এইবার বাংলাদেশের ব্যাটসম্যানদের আতঙ্ক হয়ে উঠেছেন তিনি। শামি চলতি মরশুমে সব ধরনের ক্রিকেটে ৬৬ উইকেট নিয়েছেন। এই তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কমিন্স (৮৩ উইকেট)।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন