Friday, November 22, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

খিদের জ্বালায় বাড়ির কাছে অজ্ঞান পরিযায়ী শ্রমিক, সাহায্য করলেন মহম্মদ শামি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে বেড়েছে লকডাউনের মেয়াদ। এই অবস্থায় যানবাহনের অভাবে কয়েকশো কিলোমিটারের দূরত্ব হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। এমনই এক জন খিদের জ্বালায় অজ্ঞান হয়ে পড়েছিলেন মহম্মদ শামির বাড়ির সামনে।

ইনস্টাগ্রামে যুজভেন্দ্র চহালের সঙ্গে লাইভ চ্যাটে ২৯ বছর বয়সি পেসার জানিয়েছেন এই ঘটনার কথা। তিনি বলেন, ‛রাজস্থান থেকে সেই শ্রমিক আসছিলেন। ফিরবেন বিহারে। হাতে কোনও টাকা ছিল না। ঘরের সিসিটিভি ক্যামেরায় দেখলাম যে, তিনি খিদেয় অজ্ঞান হয়ে পড়েছেন আমার বাড়ির দরজার সামনে। আমি খাবার দিলাম। যতটা সম্ভব সাহায্য করলাম।’

এই প্রসঙ্গে শামি আরও বলেন, ‛এখানে অনেক পরিযায়ী শ্রমিক রয়েছেন যাঁরা এই পরিস্থিতিতে খুব অসুবিধায় পড়েছেন। হাইওয়ে আমার বাড়ির কাছেই। দেখতে পাচ্ছি, লোক জন খুব কষ্টে রয়েছেন। সাহায্য করছি যতটা পারি।’

 

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।

আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন

Leave a Reply

error: Content is protected !!