Friday, November 22, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

মদ সংস্থার লোগো লাগানো জার্সি পরতে আপত্তি মইন আলির, পাশে দাঁড়াল সিএসকে

Cricket - England Nets - Maharashtra Cricket Association Stadium, Pune, India - March 22, 2021 England's Moeen Ali during nets REUTERS/Francis Mascarenhas

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জার্সিতে মদ সংস্থার লোগো৷ আর তাই সেই জার্সি পরে মাঠে নামতে নারাজ ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি৷ শেষ পর্যন্ত অবশ্য মইনের অনুরোধ মেনে নিয়েছে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট৷ ইংরেজ তারকার জার্সি থেকে ওই লোগো সরিয়ে দিচ্ছে তারা৷

মইন নিজে একজন ধর্মপ্রাণ মুসলিম৷ ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকেই তিনি মদ্যপান করেন না৷ ফলে নিজের জাতীয় দল ইংল্যান্ড হোক অথবা বিশ্বের অন্যান্য প্রান্তে কোনও ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব দলের হয়ে ক্রিকেট খেলার সময়ও কোনও মদের ব্র্যান্ডের লোগো দেওয়া জার্সি পরেন না তিনি৷

কিন্তু এবার সিএসকে-র জার্সিতে এমনই একটি মদের ব্র্যান্ডের লোগো থাকছে৷ তাই ওই লোগো দেওয়া জার্সি পরে মাঠে নামতে অস্বীকার করেন মইন আলি৷ তবে সিএসকে ম্যানেজমেন্ট অবশ্য মইন আলির ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানিয়েছে৷ মইনের ম্যাচ জার্সি থেকে ওই লোগো সরিয়ে নিচ্ছে তারা৷

মইন বলেন, “যে ক্রিকেটাররা ধোনির দলে খেলেছে, তাদের থেকে জেনেছি কী ভাবে সেই ক্রিকেটারদের খেলায় উন্নতি হয়েছে। একজন ভাল অধিনায়ক এটাই করে। আমার মনে হয় সব ক্রিকেটাররাই ধোনির নেতৃত্বে খেলতে চাইবে। ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় ও।”

ফেব্রুয়ারিতে আইপিএল নিলামে ৭ কোটি টাকা দিয়ে মইন আলিকে কিনে নেয় মহেন্দ্র সিং ধোনির দল৷ ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল-এ খেলেছেন মইন আলি৷ এবার নতুন দলের হয়ে পরীক্ষা অভিজ্ঞ এই ক্রিকেটারের৷ ৩৩ বছরের অলরাউন্ডার এখনও পর্যন্ত আইপিএল-এর ১৯টি ম্যাচে ৩০৯ রান করার পাশাপাশি ১০টি উইকেট তুলে নিয়েছেন৷ এবার প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি৷ আগামী ১০ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংস৷

 

Leave a Reply

error: Content is protected !!