Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

টাকা, মদ, বোমা, গুলি দিয়ে ভোট হয় না : মনসা সেন

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : টাকা, মদ, বোমা, গুলি দিয়ে ভোট হয় না বলে মন্তব্য করলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেন। পাশাপাশি জনকল্যানমূলক সরকার গঠনের বার্তা দিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ওয়েলফেয়ার পার্টি লড়াই করবে বলেও জানিয়েছেন মনসা সেন।

 

বৃহস্পতিবার রাজ্য পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে মনসা সেন বলেন, “স্বাধীনতার পর বহু দল ক্ষমতায় এসেছে, কিন্তু সমাজ থেকে চুরি, ডাকাতি, খুন, হিংসা, ধর্ষণ কমেনি। এখনও সমাজে যৌতুক চলে, নারীদের পণ্য হিসেবে দেখা হয়।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে মূল্যবোধ না থাকলে যে দলই ক্ষমতায় আসুক না কেন, মানুষের মৌলিক সমস্যার সমাধান হবেনা। টাকা, মদ, বোমা, গুলি দিয়ে ভোট হয় না। বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সকলেই ক্ষমতায় ছিল বা অনেকে এখনো আছে। তার পরেও মানুষ ক্ষুধার্ত থাকে কেন? আজো কেন শান্তি, নিরাপত্তার জন্য মানুষকে চিন্তিত থাকতে হয়? আসলে মূল্যবোধ ভিত্তিক সরকার তৈরি না হলে মানুষের মুক্তি নেই। আগামী নির্বাচনে তাই আদর্শ, সততা, নীতি, নৈতিকতা দিয়েই রাজনৈতিক লড়াই করবে ওয়েলফেয়ার পার্টি।”

 

Leave a Reply

error: Content is protected !!