দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নীতীশ যতই মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে দৌড় ঝাঁপ করুন বিহারের জনতে বুঝিয়ে দিয়েছেন আসলে তাঁরা কাকে চান। টাকা এবং বাহুবল দিয়ে নীতীশ কুমার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেজস্বীকে দমিয়ে রাখতে পারবে না বলে হুঙ্কার দিয়েছেন আরজেডি নেতা। সেকারণেই একা আরজেডিই হয়েছে একক বৃহত্তম দল। যদিও ১৬ তারিখ নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কথা।
নোট আর বাহুবলী জোটে বিহার জয় করেছেন নীতীশ কুমার এবং নরেন্দ্র মোদী। কিন্তু আমজনতার মন জয় করতে পারেননি। টাকা আর ভয় দেখিয়ে তেজস্বীর গতি রুদ্ধ করা যাবে না সরাসরি হুঙ্কার দিয়েছেন বিহারের একক বৃহত্তম দল আরজেডির নেতা তেজস্বী যাদব। তিনি হুঙ্কার দিয়েছেন কোনও ভাবেই আরজেডিকে থামাতে পারবে না এনডিএ।
নীতীশে আস্থা নেই বিহারবাসীর। সরকার গড়বে মহাজোটই। সমর্থকদের বার্তা দিয়েছেন তেজস্বী যাদব। একক বৃহত্তম দল হিসেবে বিহারের মানুষ আরজেডিকেই নির্বাচিত করেছেন। কিন্তু বিজেপির ভোটের জোরে এনডিএ সরকার গঠনের দাবি জানিয়েছেন আর ফের একবার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার। ১৬ তারিখ মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন তিনি।