নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, ধুলিয়ান: করোনায় মৃত্যুবরণ করলেন সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। করোনা আক্রান্ত হয়ে বসুমতি হসপিটালে ভেন্টিলেশনে ভর্তি ছিলেন। কিন্তু বুধবার সন্ধ্যায় তাঁর অবস্থা সিরিয়াস থাকায় তাকে কলকাতা রেফার করা হয়। বৃহস্পতিবার সকাল ৫টা নাগাদ সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
মন্টু বিশ্বাস একদিনে যেমন ছিলেন রাজনীতিবিদ, তেমনি তিনি অন্যদিকে ছিলেন ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবী। এলাকার সুখে দুখে তাকে পাশে পাওয়া যেত সবসময়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। মন্টু বিশ্বাসের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।