Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কেন্দ্রীয় গুদামে পচে নষ্ট হচ্ছে ১০ কোটি টনেরও বেশি খাদ্যশস্য! গরীবদের বিনামূল্যে বিতরণের আবেদন ইয়েচুরির

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় গুদামে পচে নষ্ট হচ্ছে ১০ কোটি টনেরও বেশি খাদ্যশস্য! সেই সব খাদ্য দেশের গরীবদের মাঝে বিনামূল্যে বিতরণের দাবি জানালেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী, এইসব খাদ্যশস্য বিনামূল্যে বিতরণ করে মানুষের দুর্দশা দূর করুন।

প্রসঙ্গত, কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, জনবিরোধী, দেশবিরোধী নীতিগুলির বিরুদ্ধে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, স্বাধীন ফেডারেশসমূহ এবং গণসংগঠনগুলির ঐক্যবদ্ধ আহ্বানে আগামীকাল ২৬ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

ধর্মঘটের দাবিগুলোর মধ্যে আছে – আয়কর দেন না এমন সমস্ত পরিবারকে মাসে ৭৫০০ টাকা করে দিতে হবে। সমস্ত অভাবী মানুষকেই প্রতি মাসে বিনামূল্যে ১০ কেজি করে রেশন দিতে হবে। গ্রামাঞ্চলে ২০০ দিনের কাজ ও বর্ধিত মজুরির মাধ্যমে MGNREGA-র সম্প্রসারণ ঘটাতে হবে; কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পকে শহরাঞ্চলের জন্যও প্রসারিত করতে হবে।

এছাড়াও ধর্মঘটের দাবির মধ্যে আছে – সমস্ত কৃষক বিরোধী আইন এবং শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করা, আর্থিকক্ষেত্র সহ রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ বন্ধ করতে করা এবং রেল, অর্ডিন্যান্স কারখানা, বন্দর ইত্যাদির মতো সরকার পরিচালিত উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রগুলির কর্পোরেটাজাইশেসন বন্ধ করা।

দাবি করা হয়েছে – সমস্ত সরকারি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের কর্মচারীদের আগাম অবসর সংক্রান্ত কঠোর বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে এবং সকলকে পেনশন দিতে হবে। এছাড়াও NPS বাতিল করতে হবে এবং আগের পেনশন বজায় রাখতে হবে, EPS-95 প্রকল্পের উন্নতিসাধন করতে হবে বলেও ট্রেড ইউনিয়ন সমূহের পক্ষ থেকে দাবী জানানো হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!