দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিশ্বব্যাপী মোদী সরকারের স্বার্থ রক্ষায় কাজ করছে ২৬০টিরও বেশি ওয়েবসাইট। ইউরোপীয় ইউনিয়নের একটি গবেষণা সংস্থা বলছে, তারা ফেইক নিউজ বা ভুয়ো খবর ছড়ায় এমন ২৬০টিরও বেশি ওয়েবসাইটের সন্ধান পেয়েছে। ডিজইনফোল্যাব নামের প্রতিষ্ঠানটির রিপোর্টে বলা হয়, বেশিরভাগ ভুয়ো ওয়েবসাইটের নাম রাখা হয়েছে বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র এবং সংবাদমাধ্যমের ভুয়া সাইটের নামে।
এসব ভুয়ো ওয়েবসাইট মোদী সরকারকে সুবিধা দেওয়ার জন্য পাকিস্তানের ক্রমাগত সমালোচনার মাধ্যমে ইইউ এবং জাতিসংঘকে প্রভাবিত করার চেষ্টা করে। বিশ্বের নানা দেশের খবর প্রচারের পাশাপাশি এসব সাইট থেকে কাশ্মীর সংঘাতে পাকিস্তানের ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়। যুক্তরাষ্ট্র, ক্যানাডা, বেলজিয়াম এবং জেনেভাসহ ৬৫টি দেশ থেকে এগুলো কাজ করে।
ডিজইনফোল্যাবের খবরে বলা হয়, তারা সংবাদের পাশাপাশি কাশ্মীর বিষয়ে পাকিস্তানের ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ ও অন্যান্য ইভেন্টের ভিডিও প্রচার করে। ডিজইনফোল্যাব-এর দাবি, তারা প্রমাণ পেয়েছে যে এসব ওয়েবসাইটগুলির মধ্যে একটির মালিক ভারতীয়, এবং এই মালিকের সাথে দিল্লির একটি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। সেই গোষ্ঠী কি সরাসরি মোদী সরকারের হয়ে কাজ করছে? উঠছে প্রশ্ন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন