দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে দেশে। এই তালিকায় বহু সংখ্যক স্বাস্থ্যকর্মীরাও আছেন। কিন্তু জানেন কি পেশার তাগিদে গিয়ে এই মারণ ভাইরাসের বলি হয়েছেন সাংবাদিকরাও! এখনও অবধি গোটা দেশে ৩০০–র বেশি সাংবাদিকের প্রাণ কেড়েছে করোনা।
পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনও রাজ্যই সাংবাদিকদের কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করেনি। যার জেরে অন্য রাজ্যে করোনায় সাংবাদিকের মৃত্যুর সংখ্যা বেশি। করোনার জেরে লকডাউনের মধ্যেই সাংবাদিকদের মাঠে নেমে কাজ করতে হয়েছে। টিকার ক্ষেত্রেও অন্য রাজ্যগুলি সাংবাদিকদের কথা আলাদা করে ভাবেনি। যার ফলে করোনায় ৩০০–র বেশি সাংবাদিকের প্রাণ গেছে। তার মধ্যে দ্বিতীয় ঢেউয়ে মৃতের সংখ্যা বেশি।
পরিসংখ্যান বলছে, গত এপ্রিল মাসে প্রতিদিন ৩ জন করে সাংবাদিক মারা গেছেন করোনায়। আবার মে মাসে সংখ্যাটা প্রতিদিন ৪ এ পৌঁছেছে। ২০২০ সালের এপ্রিল থেকে ৩১ ডিসেম্বর অবধি দেশে ৫৬ জন সাংবাদিক করোনায় মারা যান। আর চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৬ মে অবধি করোনায় মারা গেছেন ১৭১ জন।
দক্ষিণের রাজ্য তেলঙ্গনায় সবথেকে বেশি সংখ্যক সাংবাদিক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সেই রাজ্যে সংখ্যাটা ৩৯। এছাড়াও উত্তরপ্রদেশে ৩৭, দিল্লিতে ৩০, মহারাষ্ট্রে ২৪ জন সাংবাদিক মারা গেছেন করোনায়। পরিসংখ্যান বলছে, ৪১ থেকে ৫০ বছর বয়স্ক সাংবাদিকদের মৃত্যুর হার সবথেকে বেশি। প্রায় ৩১ শতাংশ। ৩১ থেকে ৪০ বছর বয়স এমন সাংবাদিকদের মৃত্যুর হার ১৫ শতাংশ।