Saturday, April 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপির শাসনে ভারত কি আদৌও ধর্ম নিরপেক্ষ? যোগীরাজ্যে ফের এক মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপির শাসনে ভারতে আদৌও কি গণতন্ত্র বলে কোনও কিছু আছে? এমনটাই প্রশ্ন এখন। কেননা উত্তরপ্রদেশে ফের এক মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিল যোগী প্রশাসন। অবৈধভাবে মুসলিমদের উপাসনাস্থল ভাঙা হয়েছে বলে সরব হয়েছে উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। তাঁদের পাশে দাঁড়িয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম ল’বোর্ডও। সোমবার রাতে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার একটি মসজিদ ভাঙে। মসজিদটি ভাঙার পর স্থানীয় প্রশাসন দাবি করেছে, মসজিদটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। তাই সেটি ভেঙে ফেলা হয়েছে।

রাম সনেহি ঘাটের লোকালয়ে মসজিদ ছিল। মসজিদটি নিয়ে উত্তরপ্রদেশের আদালতে দীর্ঘদিন ধরে মামলাও চলছিল। এরপর ১৭ মে ওই নির্মাণ ভেঙে ফেলার অনুমতি পায় প্রশাসন। এর পরই ভেঙে ফেলা হয় মসজিদ।

 

 

 

এ প্রসঙ্গে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের কার্যকরী সাধারণ সম্পাদক মৌলানা খালিদ সইফুল জানিয়েছেন, “কোনওরকম আইনি প্রক্রিয়া ছাড়াই পুলিশের উপস্থিতিতে মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে।” তাঁদের দাবি, “মসজিদটা নিয়ে কোনও সমস্যাই ছিল না। বরং মসজিদটি সুন্নি ওয়াকফ বোর্ডে নথিভুক্ত রয়েছে। রাম সনেহি ঘাটের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মসজিদ কর্তৃপক্ষের কাছে নথি দেখতে চেয়েছিল মার্চ মাসে। যার পালটা এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কর্তৃপক্ষ।” মসজিদ ভেঙে ফেলার বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছেন তাঁরা। তাঁদের কথায়, প্রশাসনের উচিৎ মসজিদ তৈরি করে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া।

Leave a Reply

error: Content is protected !!