Thursday, February 6, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

নারীসুরক্ষার দাবিতে আন্দোলন, আহত ৮১, অগ্নিগর্ভ মেক্সিকো

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নারীসুরক্ষা আন্দোলন নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মেক্সিকোতে। তুমুল বিক্ষোভের মুখে পড়েছেন দেশের প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদর। আন্দোলনকারীদের আটকাতে রাজধানী মেক্সিকো সিটিতে একটি ধাতব দেওয়াল বানিয়েছিলেন তিনি। নাম দিয়েছিলেন ‘শান্তি প্রাচীর’। শান্তি কীসের, উলটে আন্দোলনে নতুন করে ইন্ধন জুগিয়েছে এই পাঁচিল।

মেক্সিকোয় এক বছরে ফেমিসাইড বা মহিলা-খুনের সংখ্যা অন্তত ৯৩৯। ফলত, দিন দিন বাড়ছে প্রতিবাদের তীব্রতা। শান্তি প্রাচীর ভাঙতে উদ্যত হলে প্রতিবাদীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের। ৬২ জন পুলিশকর্মী এবং ১৯ সাধারণ মানুষ আহত হয়েছেন এই ঘটনায়।

আন্দোলনকারীদের দাবি, ড্রাগ মাফিয়া অধ্যুষিত অঞ্চলে নামমাত্র সুরক্ষা নিয়ে ঘোরেন প্রেসিডেন্ট। অথচ নারীবাদী আন্দোলনে ভয় পাচ্ছেন তিনি। এমনকী নারীহত্যা এবং যৌন হিংসা নিয়ে দৃকপাতও করছেন না। প্রতিবাদে সামিল এক মহিলাকে চিৎকার করে বলতে শোনা গেল, ‘যখন আমায় ধর্ষণ করা হচ্ছিল তখন কোথায় ছিলেন?’

সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার ভয়ে ধাতব পাঁচিলটি বানিয়েছিলেন ওব্রাদর। প্রতিবাদীরা বলছেন, প্রেসিডেন্ট যেমন এই সম্পত্তি রক্ষায় যত্নবান হয়েছেন ঠিক ততটাই যত্নবান হওয়া উচিত তাঁদের প্রতি। তাঁদের স্লোগান বলছে, ‘কাল বাঁচার জন্যই আজ লড়াই।’

 

Leave a Reply

error: Content is protected !!