নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : নাগরিকত্ব আইন, এনআরসি ইত্যাদির বাহানায় যখন স্বাধীন ভারতকে পরাধীনতার শৃঙ্খল পরিয়ে রাখার অপচেষ্টা হচ্ছে, তখন সোচ্চার হয়েছে গোটা দেশ, আন্দোলনের জোয়ার উঠেছে। সেই জোয়ারে গা ভাসিয়েছেন পার্ক সার্কাসের মহিলারাও।
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দৈনিক সমাচার গণতন্ত্র বাঁচানোর এই লড়াইয়ে অংশ নিতে এগিয়ে এসেছে। সোমবার সন্ধ্যা থেকে রাতভর লাগাতার ‛দৈনিক সমাচার’ পার্ক সার্কাসের আন্দোলনকারীদের দাবি ও স্লোগান আপনাদের কাছে পৌঁছে দিয়েছে।
দৈনিক সমাচারের এহেন কর্মকাণ্ডে প্রশংসার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। নেটিজেনদের কথায়, বর্তমান যুগের ৯৯ শতাংশ মিডিয়া যেখানে বিকিয়ে গিয়েছে, সেখানে দৈনিক সমাচারের সত্য তুলে ধরার লড়াই সত্যিই কুর্নিশ পাওয়ার যোগ্য। দৈনিক সমাচার এভাবে সর্বদা সত্যের পাশে থাকুক, এই দাবিও করেছেন নেটিজেনরা।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন