দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মোদী জমানায় রাজ্যে-রাজ্যে চাষিদের আত্মহত্যার পরিসংখ্যানও রীতিমতো আশঙ্কাজনক। এরই মধ্যে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এক চাষির দুরাবস্থার ঘটনা ফের সামনে এল। তাঁর অভিযোগ, ১ লক্ষ টাকার ফসল ক্ষতি হওয়ার পরেও সরকার থেকে বিমার টাকা হিসেবে ওই চাষি পেয়েছেন মাত্র ১ টাকা!
মধ্যপ্রদেশের ওই চাষির নাম পুরানলাল। তাঁর বাড়ি বেতুল নামে একটি জায়গায়। নিজের আড়াই হেক্টর জমিতে চাষ করেছিলেন তিনি। কিন্তু সেই ফসল নষ্ট হয়ে যায়। এরপরই সরকারের কাছে বিমার টাকার জন্যে আবেদন করেন তিনি। মধ্যপ্রদেশ সরকার দাবি করে, তারা ২২ লক্ষ চাষির অ্যাকাউন্টে বিমার টাকা পাঠিয়েছে। কিন্তু এখানেই চমক।
পুরানলালের অ্যাকাউন্টে এসেছে মাত্র ১ টাকা। ভুল করে নয়, তাঁর নামে ওই টাকাই বরাদ্দ করেছে সরকার। শুধু পুরানলাল নয়, আরও দুজন চাষি পেয়েছেন ৭০ টাকা ও ৯২ টাকা। এক টাকা পেয়ে পুরান লাল অবশ্য জানিয়েছে, এই টাকা সে সরকারকেই দান করে দেবে।