দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : চোখে সানগ্লাস। পরনে কালো টি শার্ট ও জিন্স। ঘাড় পর্যন্ত চলে আসা লম্বা চুলে আবার সোনালি রঙের আভা। গালে ট্রিম করা হালকা দাড়ি। বিখ্যাত হেয়ার ড্রেসার আলিম হাকিম নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মহেন্দ্র সিং ধোনির এমনই লুকের একটি ছবি শেয়ার করেছেন। যা যথারীতি ভাইরালও হয়ে গিয়েছে।
Yesssss!!! it’s our King Mahendra Singh Dhoni @msdhoni 👑🏏🔥
Really enjoyed creating this hairstyle with all new texture and colour for Mahi bhai.. Sharing some pics which I clicked before he went to give a shot for an ad film 🎥 pic.twitter.com/NJHcJzaao5
— Aalim Hakim (@AalimHakim) October 3, 2023
ছবিতে দেখা যাচ্ছে, চুলের ছাঁটে তো বটেই, পাশাপাশি দাড়িতেও অভিনবত্ব রয়েছে বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়কের। ধোনির নতুন লুকে তাঁর অনুরাগীরা উচ্ছ্বসিত। ইতিমধ্যেই ধোনির এই নতুন ছবিতে ২ মিলিয়ন লাইক পড়ে গিয়েছে। ২৬ বছর বয়সে ধোনি যেভাবে বড় চুল রাখতেন, সেটাই যেন ফিরে এল ৪২ বছর বয়সে। এই লুকে বলিউড তারকাদের মতো গ্ল্যামারাস লাগছে মাহিকে।