দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে প্রশ্নবান ছুঁড়ে দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি। ট্যুইট করে তিনি প্রশ্ন তুলেছেন, ‘আর কত দিন মায়েদের কাছ থেকে সন্তানদের আলাদা করে রাখবেন?’
Heartwarming PM sir @narendramodi .But its been 3 months since you illegally detained my mother along with thousands of politicians,civil society members & minor boys. How much longer will you separate those mothers from their sons for? https://t.co/ZHd7qjL4sr
— Mehbooba Mufti (@MehboobaMufti) November 1, 2019
মোদী ও তাঁর মায়ের সাক্ষাতের ছবি ট্যুইট করে ইলতিজা লিখেছেন, ‘ছবিটা মন ভরানোর মতো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, তিন মাস আপনি আমার মা এবং আরও কয়েক হাজার রাজনীতিবিদ, নাবালক ছেলেদের আটকে রেখেছেন। আর কত দিন মায়েদের থেকে সন্তানদের আলাদা করে রাখবেন?’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন