দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসি-র চূড়ান্ত তালিকা নিয়ে বিজেপির সমালোচনা করলেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী। তিনি বলেন, অনুপ্রবেশকারীর হাওয়া তুলে যে রাজনীতি বিজেপি করতে চেয়েছিল তার আসল চেহারা বেরিয়ে পড়েছে। তারা যে এ বিষয়ে গুজব ছড়াচ্ছিল তা এবার ফাঁস হয়ে গেছে। একইসঙ্গে ক্ষমতাসীন দল বিজেপিকে শিক্ষা নিতেও বললেন তিনি।
সংবাদমাধ্যমকে ওয়েসী বলেন, বিজেপির উচিত হিন্দু-মুসলিমের ভিত্তিতে দেশজুড়ে নাগরিকপঞ্জি তৈরির চেষ্টা বন্ধ করা। অসমের অনেক নাগরিক আমাকে বলেছেন, তাদের বাবা-মার নাম এনআরসিভূক্ত হয়েছে, কিন্তু সন্তানের নাম বাদ পড়েছে। এক্ষেত্রে প্রতিরক্ষা বাহিনীতে কাজ করা মুহাম্মদ সানাউল্লাহর কথা উল্লেখ করেন ওয়েসী। তিনি বলেন, তার বিষয়টি হাইকোর্টে বিচারাধীন। আমি নিশ্চিত তিনি সেখানে ন্যায়বিচার পাবেন।