Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

আর্থিক বেনিয়মের দায়ে মুকেশের রিলায়েন্সকে ৪০ কোটির জরিমানা সেবির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শেয়ারে আর্থিক বেনিয়মের দায়ে রিলায়েন্সকে ৪০ কোটির জরিমানা করল বাজার নিয়ন্ত্রক ‘সেবি’ (সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া)। জানা গেছে, নভেম্বর ২০০৭ সালে পূর্ববর্তী রিলায়েন্স পেট্রোলিয়াম লিমিটেডের (আরপিএল) শেয়ারে আর্থিক বেনিয়মের কারণে শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানির সহ দুটি অন্য সংস্থাকেও জরিমানা করেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে ২৫ কোটি এবং আম্বানিকে ১৫ কোটি টাকার জরিমানা ধার্য করেছে। এছাড়া নবী মুম্বইয়ের সেজ প্রাইভেট লিমিটেডকে ২০ কোটি এবং মুম্বই সেজ লিমিটেডকে ১০ কোটি টাকার জরিমানা ধার্য করেছে।

আরআইএল মার্চ ২০০৭ সালে আরপিএলকে ৪.১ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। এই তালিকাভুক্ত সংস্থাটি পরে ২০০৯ সালে আরআইএলে মিশে যায়। মামলার শুনানিতে সেবি আধিকারিক বিজে দিলীপ তাঁর ৯৫ পাতার নির্দেশে জানান, ‘সিকিউরিটির পরিমাণ বা দামের যে কোনও সমস্যা বিনিয়োগকারীদের আস্থার পরিপন্থী এবং বাজারের প্রতারণায় তারাই সবচেয়ে বেশি প্রভাবিত হয়।’

 

Leave a Reply

error: Content is protected !!