দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গণমাধ্যমের মাধ্যম ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় মুসলিমদের বিরুদ্ধে ঘটে যাওয়া নানা ঘটনা চিৎকার করে সেই সাক্ষ্যই দিচ্ছে। এইবার মহারাষ্ট্রের থানে থেকেও ভয়ঙ্কর একটি ঘটনার খবর আসছে। ডেলিভারি ম্যান মুসলিম, তাই অর্ডার করা সামগ্রী নিতে রাজি হলেন না মহারাষ্ট্রের থানের কাশিমিরা এলাকার এক বাসিন্দা। এজন্য ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ডেলিভারি ম্যানের দায়ের করা অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সকালে তিনি ওই ব্যক্তির বাড়িতে কিছু সামগ্রী পৌঁছে দিতে গিয়েছিলেন। ওই ব্যক্তি তাঁর নাম জানতে চান। নাম জানার পরই ওই ব্যক্তি বলেন, তিনি মুসলিমদের কাছ থেকে কোনও কিছু নেবেন না। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গুঞ্জন চতুর্বেদী নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ) (ধর্মীয় ভাবাবেগে আঘাত) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Support Free & Independent Journalism