দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রিপাবলিক টিভির প্রতিষ্ঠাতা অর্ণব গোস্বামীকে মুম্বই পুলিশ সোমবার প্রায় ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে অর্ণবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে মুম্বইয়ের এনএম জোশি মার্গ থানায় পৌঁছান অর্ণব। থানায় প্রবেশের আগে তিনি তাঁর নিজস্ব চ্যানেলের দু’জন সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে বলেন, ‛সত্যের জয় হবে।’ সোমবার জেরার জন্য সন্ধ্যে সাতটায় নিজের টিভি চ্যানেলে ‛পুছতা হ্যায় ভারত’ শো’ও করতে পারেননি অর্ণব।
কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে তীব্র মন্তব্য করার জন্য অর্ণবের বিরুদ্ধে এই এফআইআর করা হয়েছিল। মহারাষ্ট্রের পালঘরে দুজন সাধু হত্যার বিতর্ক চলাকালীন তিনি সোনিয়ার বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিলেন। এরপর দেশের বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীরা অর্ণবের বিরুদ্ধে শতাধিক এফআইআর দায়ের করেছিলেন।
যদিও সুপ্রিমকোর্ট মুম্বইয়ের বাইরে দায়ের হওয়া সমস্ত এফআইআর বাতিল করার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি মুম্বইতে দায়ের হওয়া এফআইআরকে স্বীকৃতি দিয়ে অর্ণবকে তদন্তে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছিল আদালত। এই মামলায় এনএম জোশী মার্গ পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল।
Support Free & Independent Journalism