দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের বিজনৌরে নাগরিকত্ব আইনের প্রতিবাদের সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম সুলেমান। বিজনৌরে মৃত্যু হয় সুলেমানের। তাঁর পরিবারের অভিযোগ, সুলেমনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মাদ্রাসার সামনে এক গলির মধ্যে গুলি করা হয়। উল্লেখ্য, নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রায় একইভাবে প্রাণ গিয়েছে বাংলার সিরাজুলের। আজ সকালেই তাঁর মরদেহ বজবজে ফিরেছে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সুলেমানের মৃত্যুর ঘটনায় তাঁর ভাই থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনার পরে অপসারিত পুলিশ আধিকারিক আশিস তোমার, রাজেশ সোলাঙ্কি সহ আরও কয়েক জনের বিরুদ্ধে। বিজনৌর পুলিশ জানিয়েছে এর মধ্যে আরও একটি মামলা রুজু হয়েছে এই হত্যার ঘটনায়। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, ওইদিন আর এক যুবক আনিসেরও মৃত্যু হয়। ভিড়ের মধ্যে থেকে চালানো গুলিতে মৃত্যু হয় তাঁর। এসব ঘটনার পর যোগীর রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন