Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

সুতি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ, তৃণমূল ছাড়লেন মুর্শিদাবাদ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম

রাজেন্দ্র নাথ দত্ত, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঈমানী বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ পোষন করে তৃণমূল কংগ্রেস ছাড়লেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম। তার সাথে তার অনুগামী সুতি বিধানসভা এলাকার দু একজন প্রধান, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল ছাড়ার সম্ভাবনা রয়েছে। সুতি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইমানী বিশ্বাস যদি প্রার্থী হন সেটা তারা মেনে নেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে। প্রার্থী ঘোষণার পরে ইমানীর বিরোধিতা এখন পাখীর চোখ মইদুল ও তার অনুগামীদের সেটা বলার অপেক্ষা রাখে না। তাই দল ছাড়ার কারণ হিসেবে যে না পসন্দ তা স্পষ্ট করে দিয়েছেন মইদুল। মইদুল ইসলামের ঘনিষ্টদের যুক্তি শুভেন্দু অধিকারীর অনুগামী এই কর্মাধ্যক্ষের কংগ্রেসে দলে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে।

মইদুল ইসলাম শুভেন্দু অনুগামী হলেও সংখ্যালঘু অধ্যুষিত তার বিধানসভা ক্ষেত্র হওয়ায় বিজেপিতে যোগ দিতে সাহস পাচ্ছেন না বলেই রাজনৈতিক মহলের অনুমান। সেজন্য কংগ্রেসে যোগ দিয়ে সুতি বিধানসভায় কংগ্রেস প্রার্থী হবার দাবি জোড়ালো করতে চাইছেন বলে রাজনৈতিক মহলের অনুমান। মঙ্গলবার অরঙ্গাবাদ হাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় প্রায় কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে সভায় কার্যত ঈমানী বিশ্বাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ পোষন করে কংগ্রেসে যাওয়ার বার্তা দিলেন তিনি। এসময় জেলা পরিষদ খাদ্য কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি ওবায়দুর রহমান, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা উমরাপুর পঞ্চায়েতের সদস্য আনিকুল ইসলাম সহ অন্যান্যরা।

 

Leave a Reply

error: Content is protected !!