দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এক মানসিক ভারসাম্যহীনকে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। স্বরূপ দাস নামে মৃত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। বাড়ি ফরাক্কা থানা এলাকায় হলেও ঘটনাস্থল সামশেরগঞ্জ থানার অন্তগর্ত। ফলে দেহটি ময়নাতদন্তে পাঠাবে সামশেরগঞ্জ থানা নাকি ফরাক্কা থানা? এই টানাপোড়েনের কারণে দেহ এখনও পড়ে হাসপাতালে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে মৃতের পরিবার। দ্রুত ময়নাতদন্ত ও অভিযুক্তদের শাস্তির জানিয়েছেন তাঁরা।