Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

সরকারি জায়গা দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

রাজেন্দ্র নাথ দত্ত , দৈনিক সমাচার, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লালগোলা ব্লকের লালগোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিগ্রাম এলাকায় গ্রাম পঞ্চায়েত সদস্য বকুল শেখের বিরুদ্ধে অভিযোগ উঠল সরকারি জায়গা দখল করে বাড়ি তৈরি করার। গ্রামবাসীদের দাবি ৫৫ ফুটের সরকারি রাস্তা আছে মাঠে এবং কবরস্থান যাওয়ার জন্য। সেই জায়গার উপর ক্ষমতার জোরে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বাড়ি তৈরি করছে লালগোলা গ্রাম পঞ্চায়েত সদস্য বকুল শেখ।

স্থানীয় গ্রামবাসীরা জানায়, এই জায়গার উপর দিয়েই আমরা মাঠে ও কবরস্থানের যাতায়াত করি। কিন্তু এই জায়গা ঘীরে বাড়ি তৈরি করার ফলে আমাদের মাঠে বা কবরস্থানে যাওয়ার জন্য প্রায় ৩ কিলোমিটার রাস্তা ঘুরতে হবে। এই রাস্তার উপর দিয়ে গ্রামের ও বহিরাগত লোক চলাফেরা করে। গ্রামবাসীরা বকুল শেখ বাড়ি তৈরি করার জন্য বারণ করতে গেলে তাদের কথা তিনি শোনেননি, জোর করেই শুরু করে দেন পিলার তৈরীর কাজ।

যেখানে বাড়ি তৈরি করছে তার পাশেই আছে একটু ঢালাই রাস্তা ও সরকারি টাইম কল। এলাকার মানুষজনের এখনো ভরসা এই টাইম কলের পানীয় জল। কিন্তু পিলার তৈরি করার জন্য মাটি কাটতে গিয়ে সেই টাইম কলের পাইপ মাটির তল থেকে বের করে দিয়েছে। যে কোন সময় ভেঙ্গে যেতে পারে টাইম কলের পাইপ। গ্রামবাসীরা আরও বলেন এখন যদি তিনি জোর করে বাড়ি তৈরি করেন সরকারি জায়গার উপর তাহলে হয়তো ভবিষ্যতে সরকারি জায়গার উপর থাকা সরকারি ট্যাপ কল ও ভেঙে ফেলবে।

এ ব্যাপারে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বকুল শেখ এর কাছে জানতে তার বাড়ি যাওয়া হলে বাড়ি তালাবন্ধ দেখা যায়। বাড়িতে ডাকাডাকির পরেও কাউকে পাওয়া যায়নি। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে ফোন করলে তিনি এলাকায় আসতে দেরি হবে বলে ফোন কেটে দেন। এই ব্যাপারে লালগোলা বিধানসভার বিধায়ক আবু হেনাকে ফোন করলে তিনি বলেন আমি শুনেছি এবং আমি এখন বাইরে আছি তাই বিষয়টা আমি আমার অন্য নেতৃত্বদের খোঁজ নিয়ে দেখতে বলেছি। যদি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!