দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এই প্রথম তারা টি-২০ ক্রিকেটে ভারতকে হারাল। তাও আবার শাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো স্টার প্লেয়ারদের বাদ দিয়েই। এর আগে টি-টোয়েন্টিতে ৮ বারের ভারতের মোকাবেলা করলেও একবারও জিততে পারেনি টাইগাররা। ঘটনাচক্রে এটি বিশ্ব ক্রিকেটের ১,০০০ তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। মাইলস্টোন ম্যাচেই ভারতকে হারিয়ে ইতিহাস লিখল বাংলাদেশ।
রবিবাসরীয় দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আগে বোলিং করে ভারতকে ১৪৮ রানে আটকে দেয় রিয়াদের দল। প্রথম ওভারেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত। অন্যদিকে শিখর ধাওয়ান (৪১ রান) ভাল খেললেও নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছিল। শেষ দিকে ক্রুনাল ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ১৪৮ তোলে ভারত।
জবাবে মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে ১৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই লিটন দাস (৭) পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরে গেলেও অভিষিক্ত নাইম শেখ আর সৌম্য সরকার মিলে দলের হাল ধরেন। এই দুই টপ অর্ডার ব্যাটসম্যান মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ৪৬ রানের জুটি। ২৮ বলে ২৬ রান করে আউট হন নাইম শেখ। এরপর মুশফিকের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন সৌম্য সরকার। সৌম্য আউট হওয়ার পর অধিনায়ক মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিকুর রহিম।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন