নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : চলমান বিশ্বে আমরা সকলেই সংশয়ে আছি, কেউ করোনা ভাইরাস নিয়ে, কেউ বর্নবাদ নিয়ে, কেউ মৌলিক অধিকার নিয়ে আবার কেউ প্রকৃতি নিয়ে। আর এইসব নিয়েই আমাদের মানবিক মূল্যবোধ। থার্ড আই ফিল্মস সেই মানবিক মূল্যবোধের বিষয় নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তাদের প্রথম নির্মান ভারত আমার জন্মভুমি দর্শকদের হৃদয় কেড়েছে। এরপর একে একে বেকারত্ব সমস্যা নিয়ে শর্ট ফিল্ম, ধুমপান বিরোধী ফিল্ম এবং সামাজিক অসঙ্গতি নিয়ে ফিল্ম নির্মান করে চলেছে এই প্রতিষ্ঠানটি।
এবার মানবতা ও মানবিকতার এক অনন্য বানী নিয়ে কবি আল মাসুমের কথায় থার্ড আই ফিল্মস এবার বাংলাদেশের শিল্পী দিদারুল ইসলামের কন্ঠে নিয়ে আসছে মিউজিক্যাল ফিল্ম “হিল দ্যা ওয়ার্ল্ড”। যেখানে সঙ্গীত পরিচালনা করেছেন তরুন কম্পোজার পারভেজ জুয়েল। আর অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের বেশ কিছু গুণী অভিনেতা অভিনেত্রী।
ফিল্মটি নিয়ে অভিনেতা প্রদীপ দত্ত বলেন, ‛আমরা চেষ্টা করেছি আমাদের সীমানা ছাড়িয়ে যাওয়ার। যদি পৃথিবীটা একটাই দেশ হত তাহলে ভারত বাংলাদেশ বলে তো কিছু থাকতো না। আমরা সিমাহীন ভাবেই মানবতার চর্চা করতে পারতাম। কিন্তু জাতিগত পরিচয় ও রাজনৈতিক পরিচয় আমাদের সৌন্দর্য বর্ধক না হয়ে আজ চর্চিত হচ্ছে সংকীর্ণতায়। এই সংকীর্ণতার উর্ধ্বে মানবতাকে স্থান দেয়ার লক্ষ্যেই আমরা ভারত ও বাংলাদেশ মিলে পুরো পৃথিবীর জন্য এই বার্তাটি তুলে ধরলাম।’
ফিল্মটি পরিচালনা করেছেন বাংলাদেশের প্রতিশ্রুতিশীল নির্মাতা এইচ আল বান্না। এই ফিল্মের প্রসঙ্গে তিনি বলেন, ‛থার্ড আই ফিল্মসের সঙ্গে এটা আমার ৫ম কাজ। এর আগে ভারত আমার জন্মভুমি, পরান, মেঘমুক্তি, পরগাছা, বুমেরাং নিয়ে যে কাজের অভিজ্ঞতা হয়েছে তাতে মনে হয়েছে এবারের কাজটি আগের সবগুলো কাজের চেয়ে ভিন্ন। আর মিউজিক্যাল ফিল্ম হিসাবে এটা ২য় কাজ। সেইদিক থেকে বলতে হয় এই ফিল্মের যে গানটি নিয়ে আমরা কাজ করছি তা প্রচণ্ড রকমের সমসাময়ীক ভাবনা।’ যারা এখনো মানবতার কথা ভাবেনা তাদেরকে ভাবতে সাহায্য করবে, যারা অলরেডি ভাবছে তাদেরকে আরো সামনে এগিয়ে চলার সাহস যোগাবে আমাদের এই মিউজিক্যাল ফিল্ম – বলছিলেন এইচ আল বান্না।
শিল্পী দিদারুল ইসলাম আমাদেরকে জানান, ‛এমন একটি কাজে আমি অংশিদার হতে পেরে খুব ভাগ্যবান বোধ করছি। কারন ধর্ম বর্ণ জাতভেদ নির্বিশেষে মানবতার গান গাইতে পারাটা অবশ্যই সৌভাগ্যের। আর তাও যদি হয় দেশের বাইরের পরিমণ্ডলে তাহলে তো কথাই নেই। আমাকে প্রথম যখন গানটির সুর করতে দেয়া হয় তখনই এর বানীগুলো আমার হৃদয়কে স্পর্শ করে গেছে। আর সুর দেয়ার পর যখন পারভেজ জুয়েল এর কম্পোজিশন করছিলেন তখন মনে হচ্ছিল তিনিও মিশে গেছেন এই চমৎকার মানবতাবাদী সুরের সাথে। আসলে সৃষ্টির আনন্দ তো এখানেই যে আমরা যা চাই, যা বিশ্বাস করি, যেমন ভেদাভেদহীন সুন্দর একটা পৃথিবী কল্পনা করি সেই কল্পনাটাকে সুরের মুর্ছনায় ছড়িয়ে দেয়া। আর এইচ আল বান্নার নির্মাণ সব সময়ই ভিন্ন হয়। আশা করছি এবারের এই ফিল্মটিও আপনাদের আকাঙ্ক্ষাকে স্পর্শ করে যাবে।’
থার্ড আই ফিল্মের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য আব্দুল্লা গাজি বলেন, ‛যেহেতু আমরা ধরেই নিয়েছি এমন একটি ফিল্মের নির্মানে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে সেই হিসাবে এর পেছনের মানুষগুলোও অক্লান্তভাবে দীর্ঘ ২ বছর ধরে কাজ করে গেছেন। প্রতিটি শিল্পী তাদের সর্বোচ্চটাই দেয়ার চেষ্টা করেছেন এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আসলে মানবতার জন্য কাজ করলে সমগ্র প্রকৃতিই আপনাকে হেল্প করবে। ঠিক একারনেই শ্যুটিং চলাকালে আমাদের যত বাধা বিপত্তি সকলই খুব সুন্দর ভাবে পার করে এসেছি। পুরো কাজটি সঠিক মানে রাখার জন্য আমরা চেষ্টার কোন ত্রুটি করিনি।’
এই ফিল্মটি প্রডিউস করেছেন ভারতের আজিজুল, পরিচালক এইচ আল বান্না, এবং বাংলাদেশের শিল্পী দিদারুল ইসলাম। ফিল্মটি রিলিজ হচ্ছে আগামী ১৪ জুন। থার্ড আই ফিল্মের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল প্রিমিয়ার হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।