Sunday, February 23, 2025
Latest Newsকবিতাশিল্প-সাহিত্য

মু স কা ন আমার বোন – আমিরুল মোমেনীন মানিক

মু স কা ন আমার বোন

আমিরুল মোমেনীন মানিক

ধর্মান্ধ ও ধর্মপ্রাণের
কী যে অদ্ভুত তফাৎ
ভেঙে ফেল্ আজ সাম্প্রদায়িক
বুনো হায়েনার হাত ।।
ভেঙে ফেল্ আজ বর্বরতার
আহত কৃষ্ণ রাত ।।

সভ্য পৃথিবী অসভ্য আজ
দাঁতাল শুয়োর হাসে
বিভেদ এখানে করে উল্লাস
ভাইরাস নি:শ্বাসে ।

মুসকান আমার আপন ভগ্নি
পরিচয় তার মানুষ
পুরো বিশ্ব তার সপক্ষে
থাম্ হায়েনা ! খামোশ !

ধর্মের নামে যেখানেই হবে
নিকৃষ্ট নিপীড়ন
সাহসের বাতি মুসকান হবে
প্রেরণার উচ্চারণ ।।

মুসকান মুসকান
বিপ্লবী আহ্বান

মুসকান মুসকান
বিভেদের অবসান

মুসকান মুসকান
আরো হও আগুয়ান

মুসকান মুসকান
বদলের সোনাধান

মুসকান মুসকান
সাহসের উত্থান

মুসকান মুসকান
আঁধার বিদারী গান…

বিশ্ব জুড়ে মিছিল নেমেছে
মুসকান তার নাম
তার সপক্ষে আমার এ জীবন
পূর্ণ সপে দিলাম ।।

Leave a Reply

error: Content is protected !!