মাণ্ড্য, ০৯ ফেব্রুয়ারি: কর্নাটকের মাণ্ড্য প্রি-ইউনিভার্সিটি কলেজে তোলা একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, কলেজ চত্বরে এক মুসলিম মেয়েকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেয় গেরুয়া গামছা পরা কলেজ ছাত্ররা। এসময় হিজাব পরিহিতা ওই ছাত্রী পার্কিং সাইটে নিজের স্কুটি রেখে কলেজে প্রবেশ করছিলেন। জয় শ্রীরাম স্লোগানের পাল্টা হিসেবে আল্লাহু আকবর ধ্বনিতে গর্জে ওঠেন তিনি। এরপরই সোশ্যাল সাইটজুড়ে ভাইরাল হয়েছে সেই ভিডিও। জানা যাচ্ছে, প্রি-ইউনিভার্সিটি কলেজের ওই ছাত্রীর নাম মুসকান। এই ঘটনার সম্বন্ধে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। কোন সাহসে অত মানুষ তাঁকে ঘিরে ফেলা সত্ত্বেও গুটিয়ে না গিয়ে পাল্টা স্লোগান দিলেন, জানালেন সেই রহস্যও।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মুসকান বিবি খান নামের বি.কম. দ্বিতীয় বর্ষের ঐ সাহসী ছাত্রী জানায়, সে এতদিন হিজাব পরে কলেজে ক্লাস করতে কোন প্রকার বাধাগ্রস্ত হয়নি। বিগত কয়েকদিন ধরে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সে জানায়, বোরখা পরে এলেও কলেজের ইউনিফর্ম রুলস মান্য করার জন্যই বোরখা পরিত্যাগ করে সে এতদিন কেবল হিজাব পরেই ক্লাস করেছে। তার শিক্ষকমণ্ডলীর ব্যাপারে প্রশ্ন করা হলে সে জানায়, বির্তকের সময় তার কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষক উত্তপ্ত পরিবেশের জন্য হিজাবের ব্যাপারে তাকে নিষেধ করলেও এদিন তার শিক্ষমণ্ডলীই তাকে গেরুয়া গামছাধারী ছাত্রদলের থেকে রক্ষা করার চেষ্টা করেন।
তার কথা অনুযায়ী, তাকে ধাওয়া করা একশতর অধিক ছাত্রদলের মধ্যে দশ শতাংশ ছাড়া বাকীরা ছিল বহিরাগত। সে জানায় এদিন ছিল তার অ্যাসাইণমেণ্ট জমা করার তারিখ। এদিন ক্যাম্পাসে প্রবেশ করেই ঐ ছাত্রদলের মুখে জয় শ্রীরাম ধ্বনি শুনে বুঝতে পেরেছিল তারা তাকে বাধা দেবে, তাই সে আল্লাহু আকবার। ধ্বনি তুলে সামনে এগিয়ে ছিল।