দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তীব্র ধর্মীয় বিদ্বেষ! শুধুমাত্র দাড়ি রাখার কারণে মুসলিম সাব-ইন্সপেক্টর ইনতেসার আলীকে সাসপেন্ড করল যোগী সরকার। তার বিরুদ্ধে অভিযোগ, ইনতেসার আলী সরকারের বিনা অনুমতিতে দাড়ি রেখেছেন। তাকে আগেই তিনবার সতর্ক করা হয়েছিল যে সে যেন অনুমতি চাই, কিন্তু আলী অনুমতি না নিয়ে দাড়ি রাখেন।
বাগপতের এসপি অভিষেক সিং বলেন, পুলিশ ম্যানুয়াল অনুসারে কেবল শিখদেরই দাড়ি রাখার অনুমতি রয়েছে এবং অন্য সমস্ত পুলিশ সদস্যদের তা অনুমতি নেই। তার পরেও যদি কোনও পুলিশ কর্মী দাড়ি রাখতে চান তবে তাকে অনুমতি নিতে হবে। ইনতেসার আলীকে বারবার অনুমতি চাইতে বলা হয়েছিল কিন্তু তিনি তা মানেননি এবং বিনা অনুমতিতে দাড়ি রেখেছিলেন।
যদিও আলীর এসপি-র অভিযোগকে মিথ্যে ও ভিত্তিহীন বলেছেন। আলী এও বলেছেন, তিনি দাড়ি রাখার জন্য একাধিকবার আবেদন করেছিলেন কিন্তু কোনও সাড়া পাননি। আলীর এই কথা থেকেই প্রমাণিত হচ্ছে যে বিজেপি সরকার সারা দেশ জুড়ে ধর্মীয় বিদ্বেষ ছড়াতে চাইছে। মুসলিমদের কে যে কোনও ভাবে হেনস্থা করতে তৈরি বিজেপি।
উল্লেখ্য, আলী সাব-ইন্সপেক্টর হিসাবে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন এবং গত তিন বছর ধরে বাগপাতে নিযুক্ত ছিলেন।