নয়াদিল্লি, ২৪ আগস্ট: আফগানিস্তান নিয়ে দেশের মুসলিমদের একাংশের উচ্ছ্বাস নিয়ে বিরক্তি প্রকাশ করে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন জাভেদ আখতার, শাবানা আজমি, জোয়া আখতার, আমির রিজভি ও নাসিরুদ্দিন শাহের মতো সমাজের নানা ক্ষেত্রের ১২৮ জন বিশিষ্ট। ইন্ডিয়ান মুসলিম ফর সেকুলার ডেমোক্রেসির তরফে দেওয়া বিবৃতিতে তাঁদের অভিমত, বিশ্বের যে কোনও প্রান্তে ধর্মরাষ্ট্রের ভাবনাকে বাতিল করা উচিত।
বিবৃতিতে বলা হয়েছে, তালিবানের ক্ষমতা দখলের পর ভারতীয় মুসলিমদের একাংশের উচ্ছ্বাস নিয়ে আমরা বিরক্ত। বিশিষ্টদের অভিমত, ‛এটা সুবিধাবাদী মানসিকতা ও দ্বিচারিতার এক শেষ! ভারতে মুসলিমরা সংখ্যালঘু। সেখানে ধর্মনিরপেক্ষতার দাবি করছি, আর যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে শরিয়ত আইনের প্রশংসা। এই ধরনের দ্বিচারিতা সঙ্ঘ পরিবারের হিন্দু রাষ্ট্রের দাবিকে বৈধতা দেয়।
বিশিষ্টদের মতে, ‛মার্কিন ও ন্যাটো বাহিনীর নিয়ন্ত্রণাধীন দুর্নীতিগ্রস্ত পুতুল সরকারের মাঝে আটকে পড়েছিলেন সেখানকার মহিলা ও পুরুষরা। ক্ষমতার বদলকে স্বাগত জানাতে পারছি না কারণ ইসলামের বর্বর সংস্করণ তালিবরা চলে এসেছে। বিশ্বজুড়ে মুসলিম সমাজ ও ধর্মের জন্য যাদের কোনও অবদান নেই।’ মহিলাদের যাতে ফের নরক যন্ত্রণায় পড়তে হয় না তা নিশ্চিত করতে সর্বক্ষণের নজরদারি ব্যবস্থা চালু করুক আন্তর্জাতিক মহল, আবেদন বিশিষ্টদের।