Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ফেসবুকে তালিবানের সমালোচনা, খুনের হুমকি পেলেন কেরলের মুসলিম লিগ বিধায়ক

তিরুঅনন্তপুরম, ২৭ অগস্ট: ফেসবুকে তালিবানের সমালোচনা করায় কেরলের প্রাক্তন মন্ত্রী তথা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) বিধায়ক এমকে মুনিরকে খুনের হুমকি দেওয়া হল। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং রাজ্য পুলিশের ডিজি-র কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।

শুক্রবার মুনির জানিয়েছেন, তালিবানের বিরুদ্ধে গত ১৭ অগস্ট ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর কাছে একটি হুমকি চিঠি আসে। তাতে মালয়ালি ভাষায় লেখা হয়েছে, ‘নেটমাধ্যমের ওই পোস্টটি ২৪ ঘণ্টার মধ্যে তুলে না নিলে আপনার পরিণতিও জোশেফের মতো হবে’।

উল্লেখ্য, জঙ্গি সংগঠনগুলির সমালোচনা করার দায়ে প্রায় এক দশক আগে অধ্যাপক টিজে জোশেফের হাত কেটে নেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে মুনিরকে খুনের হুমকি নিয়ে সতর্ক কেরল পুলিশ। যদিও মুনির বলেছেন, ‘‘যে হুমকিই আসুক না কেন, আমি কোনও অবস্থাতেই তালিবানের মতো নৃশংস, মানবতা বিরোধী সংগঠনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলাব না।’’

 

Leave a Reply

error: Content is protected !!