Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

যোগীরাজ্যে নামাজ পড়তে যাওয়ার পথে ‘জয় শ্রীরাম’ না বলায় মুসলিম ব্যক্তিকে বেধড়ক মারধর, কাটা হল দাড়ি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে বার বার মুসলিম নির্যাতন অব্যাহত। এবার নামাজ পড়তে যাওয়ার পথে ‘জয় শ্রীরাম’ না বলায় এক বয়স্ক মুসলিম ব্যক্তিকে বেধড়ক মারধরের পর কেটে নেওয়া হল দাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। মসজিদ যাওয়ার পথে ওই ব্যক্তিকে অপহরণ করে মারধর করার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তির দাড়ি কেটে দেওয়ারও অভিযোগ উঠেছে।

আব্দুল সামাদ নামে এক ব্যক্তিকে অটোরিকশ থেকে নামিয়ে জোর করে একটি কুঁড়েঘর নিয়ে যায় কয়েকজন যুবক। ওই যুবকরা ‘জয়শ্রী রাম’ স্লোগান দিচ্ছিল। আক্রান্ত ব্যক্তিকেও ওই স্লোগান দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এরপর ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত ব্যক্তিকে পাকিস্তানের গুপ্তচর বলে দাবি করে অভিযুক্তরা। আক্রান্তদের মধ্যে এক যুবক সাদা রঙের ফুলস্লিভ টি-শার্ট ও নীল রঙের প্যান্ট পরেছিল। ছুরি নিয়ে ওই ব্যক্তিকে রীতিমতো শাসাতে দেখা যায় যুবককে। মারধরের ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, হামলাকারীদের কাছে রীতিমতো ক্ষমাপ্রার্থনা করছেন সামাদ।

 

আক্রান্ত ব্যক্তি বলেন, ‘অটো নিয়ে আমি যাচ্ছিলাম। আমার থেকে লিফট চাওয়া হয়। এ সময়ই কয়েকজন যুবক অটোর মধ্যে ঢুকে পড়ে। তারা আমায় একটা ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে শাসায়। আমায় স্লোগান দিয়ে জোরাজুরি করে…তাপপর আমার ফোন কেড়ে নেয়…ছুরি দিয়ে আমার দাড়ি কেটে দেয়’। অন্যান্য মুসলিম ব্যক্তিদের উপর হামলার ভিডিয়ো তাঁকে দেখানো হয় বলে দাবি করেছেন সামাদ। এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। পরবেশ গুজ্জর নামে এক উগ্রবাদীকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

Leave a Reply

error: Content is protected !!