দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তবলীগ জামাতকে কাঠগড়ায় তুলে মুসলমানদের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালাচ্ছে দেশের প্রায় সব মিডিয়া হাউস। এইবার সেই অপপ্রচার ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে। মিডিয়ার এই অপপ্রচারে পা দেওয়া লোকেরা করোনা সংক্রমনের জন্য মুসলিমদেরই দায়ী বলে মনে করছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। এমনকি হিন্দু এলাকায় মুসলিম সবজি বিক্রেতাকে মারধর পর্যন্ত করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি সবজি বিক্রেতাকে এক ব্যক্তি অযথা পেটাচ্ছেন। ভিডিওর শুরুতে ওই ব্যক্তি প্রথমে সবজি বিক্রেতাকে তাঁর নাম জিজ্ঞাসা করেন। জবাবে সবজি বিক্রেতা নিজের নাম মোহাম্মদ সেলিম বললে, লোকটি তাঁকে গালি দেওয়ার পাশাপাশি লাঠি দিয়ে মারধর শুরু করেন।
মারতে মারতে ওই ব্যক্তি সবজি বিক্রেতাকে জিজ্ঞেস করেন, ‛তুই টিভি দেখিস না?’ এরপর ওই ব্যক্তি সবজি বিক্রেতার ধর্মকে লক্ষ্য করে বলেন, ‛তোমরা জিহাদ করছ। এই এলাকায় যেন দ্বিতীয়বার না দেখি।’ ভাইরাল এই ভিডিওটি দিল্লির বলে দাবি করা হচ্ছে। তবে, দৈনিক সমাচার এই ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।
1 Comment