Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বাংলার সরকার গঠনে মূল শক্তি মুসলিম ভোট! একুশের নির্বাচনে মমতার চিন্তা বাড়াচ্ছে মিম

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ধর্মীয় ভিত্তিতে ভোটের মেরুকরণ হতে পারে এবার। ওয়েসীর দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসালিমেন বা মিম এবার বাংলায় ধর্মীয় ভোট মেরুকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ধর্মীয় ভিত্তিতে ভোটের মেরুকরণের ফলে সংখ্যালঘু ভোটব্যাংকের একটি অংশ মিমের পক্ষে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর তা হলে তৃণমূলেরই ক্ষতি। একুশের বাংলায় নির্বাচনী উত্তাপ তৈরি হয়ে গিয়েছে। বিজেপি এবার রাজ্যে তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জার হিসেবে বিধানসভা নির্বাচনের লড়বে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মিম। মিম এবার তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা বসাতে আসছে বাংলায়।

প্রতিবেশী রাজ্য বিহারের নির্বাচনের আশ্চর্যজনকভাবে কার্যকর ভূমিকা নিয়েছে মিম। পশ্চিমবঙ্গ সীমান্তের পাঁচ আসনে তাঁরা জয়যুক্ত হয়েছে। এবার বাংলাকে টার্গেট করে ইতিমধ্যেই নয়া সমীকরণ তৈরির চেষ্টা করছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসী। বাংলায় পা দিয়েই তিনি হুগলি জেলার ফুরফুরা শরিফের বিশিষ্ট পিরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করেছেন।

সংখ্যালঘুদের ভোট সর্বদা পশ্চিমবঙ্গ নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এসেছে। ২০১১ সালের জনগণনা অনুসারে বাংলায় ২.৪৬ কোটি মুসলমান রয়েছে। তারা রাজ্যের জনসংখ্যার ২৭.০১ শতাংশ। এর মধ্যে ভোটার প্রায় ২ কোটি। বাংলার তিনটি জেলায়- মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হল মুসলিম। এই তিনটি জেলা বাংলাদেশের সীমান্তে অবস্থিত।

সংখ্যালঘু ভোট রাজ্যের প্রায় ১০০ থেকে ১১০ আসনে নির্ণায়ক শক্তি। এর মধ্যে ৪৩টি অবস্থিত ওই তিনটি জেলায়। অতীতে, পশ্চিমবঙ্গে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার ৩৪ বছর ক্ষমতায় ছিলেন। তার প্রধান কারণ ছিল মুসলিম ভোট দৃঢ়ভাবে আটকে রাখা। তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে এখন এই ভোটব্যাঙ্ক। তাই মিমের হানা এবার তৃণমূলের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সংখ্যালঘু মুসলিমদের শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবে ব‍্যবহার করেছেন। এখানো পর্যন্ত মুসলিম সমাজের কোনো উন্নয়ন করেননি। রাজ্যের ইমাম ও মোয়াজ্জিনদের মাসিক বেতনের ব্যবস্থা করেছিলেন মমতা। যদিও সেটা মুসলিমদের ই ওয়াকফ সম্পত্তি থেকে দেওয়া হয়।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ১৮টি লোকসভা আসনে জিতেছে। লোকসভা ভোটের নিরিখে রাজ্য বিধানসভার ১২১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস ২২টি লোকসভা আসনে জয়ী হয়েছিল। আর লোকসভা নির্বানের নিরিখে বিধানসভার ১৬৩টি আসনে এগিয়েছিল। সুতরাং এই ভিত্তিতে গেরুয়া ব্রিগেড এখনও সংখ্যাগরিষ্ঠ সংখ্যায় পৌঁছতে ২৭ আসনে পিছিয়ে রয়েছে।

Leave a Reply

error: Content is protected !!