সামাউল্লাহ মল্লিক, দৈনিক সমাচার, কলকাতা : নাগরিকত্ব আইন ও এনআরসি ইস্যুতে যখন দেশের হিন্দু-মুসলিমের মাঝে বিভাজনের চওড়া রেখা টেনে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কাজী নজরুল ইসলামের ‛এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু-মুসলমান’ কবিতাটিকে বাস্তবায়িত করে দেখাচ্ছেন আমডাঙ্গার এক মুসলিম যুবক। পেশায় স্কুল শিক্ষক খায়রুজ্জামান ইসলাম তাঁর হিন্দু বান্ধবীর জন্য ফেসবুকে একটি পোস্ট করে ‛একটু সাহায্যের আবেদন’ করেছেন।
উত্তর ২৪ পরগণা জেলার আমডাঙ্গা থানার খড়ু গ্রামের সুনন্দা ঘোষ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত খায়রুজ্জামানের সঙ্গে একই স্কুলে পড়েছেন। বর্তমানে সুনন্দা কিডনির সমস্যায় ভুগছেন। ১টা কিডনি সম্পূর্ণ খারাপ হয়ে গেছে এবং অন্য কিডনির ডায়ালেসিস চলছে। ডাক্তাররা জানিয়েছেন, কিডনি ট্রান্সফার করতে হবে। সেজন্য অনেক অর্থের প্রয়োজন। তাই তাঁর পরিবারের অনুমতিতে খায়রুজ্জামান সুনন্দার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে নেমেছেন।
খায়রুজ্জামান তাঁর হিন্দু বান্ধবীর জন্য ফেসবুকে পোস্ট করে আবেদন জানিয়েছেন, ‛আপনাদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা নিজেদের সাধ্যমত অর্থ সাহায্য করে অসহায় সুনন্দার পাশে দাঁড়ান।’ নিজের ফেসবুক পোস্টের সঙ্গে তিনি সাহায্য পাঠানোর মাধ্যমও বলে দিয়েছেন। খায়রুজ্জামানের এহেন পদক্ষেপকে স্যালুট জানিয়ে আমরাও সুনন্দার পাশে দাঁড়ানোর আবেদন করছি। সাহায্য পাঠানোর বিস্তারিত মাধ্যম নিম্নে উল্লেখ করে দেওয়া হল।
- PhonePe –
8116463616
(Khairujjaman)
- Bank Account –
1) Sunanda Ghosh
A/C No – 33365208126
IFSC – SBIN0008354
2) Sunanda Ghosh
A/C No – 0355010385107
IFSC – UBTI0AMD954