Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

যোগী সরকারের ব‍্যর্থতায় এগিয়ে এলো মুসলিমরা, ঈদগাহকে তৈরি করা হল ভ্যাকসিন সেন্টার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় পুরোপুরি ব‍্যর্থ বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগী সরকার। সেখানে লাশ দাহ করার মতো জায়গা নেই। তাই লাশ হয় গঙ্গাবক্ষে পুঁতে দেওয়া হচ্ছে নচেৎ ভাসিয়ে দেওয়া হচ্ছে গঙ্গায়। এর মূলে একেবারে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা। এই পরিস্থিতি কোভিড মোকাবিলায় এগিয়ে এসেছে সেখানকার বিভিন্ন মসজিদ। বিভিন্ন মসজিদ-ঈদগাহ থেকে বিনামূল্যে ওষুধ সহ করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

তবে, লখনউয়ের এক জামা মসজিদ থেকে এই বিনামূল্যে পরিষেবা শুধু মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, হিন্দু সম্প্রদায়ের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ করা হয়েছে। সেই উদারতা বিভিন্ন মহলে প্রশংসা কুড়ানোর পর এবার লখনউয়ের আইশবাগ ঈদগাহ নজির সৃষ্টি করল গোটা ঈদগাহ চত্বরকে করোনা ভ্যাকসিনেশন সেন্টারে রূপান্তরিত করে। বুধবার ট্রায়াল দেওয়ার পর বৃহস্পতিবার থেকে পুরোপুরি করোনা ভ্যাকসিনেশন কেন্দ্রে পরিণত হল আইশবাগ ঈদগাহ।

বৃহস্পতিবার দুপুরে শহরের সবচেয়ে বড় ঈদগাহের বিশাল চত্বরে ভ্যাকসিন নিতে আসতে থাকে ১৮ থেকে সব বয়সিরা। অনলাইনে রেজিস্ট্রেশনের পরই এখানে এসে মিলছে করোনা ভ্যাকসিন। ঈদগাহ কমপ্লেক্সের সঙ্গে থাকা ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া কর্মীরা এই কাজে সর্বতোভাবে সহযোগিতা করছেন। এই আইশা ঈদগাহ প্রথম কোনও ধর্মস্থান যা করোনা ভ্যাকসিন প্রদান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এ ব্যাপারে এই আইশা ঈদগাহের মুখপাত্র মাওলানা সুফিয়ান নিজামী বলেন, ‘১৮ থেকে ৪৪ বছর বয়সিদের প্রতিদিন ১৫০ জনকে এবং ৪৪ বছরের বেশি বয়সিদের প্রতিদিন ২৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিন দেওয়া হচ্ছে আগে থেকে রেজিস্ট্রেশনের উপর নির্ভর করে। লোকেরা অনলাইন কোউইন পোর্টালে তাদের পছন্দসই কেন্দ্র হিসাবে আইশা ঈদগাহকে বেছে নিতে পারে। তিনি আরও বলেন, যারা অনলাইনে নিবন্ধন করতে পারছেন না তাদের সহায়তার জন্য স্বেচ্ছাসেবীরা থাকবেন। এই ঈদগাহের প্রধান ইমাম মাওলানা খালিদ রশীদ ফারঙ্গী মহালীর নেতৃত্বে কোভিড পরিচালন ও পরিচর্যায় প্রশাসনকে সমর্থন করার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করার পরে, এই ঈদগাহকে একটি টিকা দেওয়ার জায়গা হিসাবে বেছে নেওয়া হয়েছিল।

আলেমদের মতে, এই পদক্ষেপটি আরও টিকাদান সম্পর্কে সচেতনতা তৈরি করবে পিছিয়ে পড়া মুসলিম সমাজের মধ্যে।
উল্লেখ্য, যোগী রাজ্যের বারাবাঁকিতে সম্প্রতি শতাধিক বছরের পুরনো এক মসজিদকে আদালতের বারণ সত্ত্বেও বুলডোজারর দিয়ে ভেঙো ফেলা হয়েছে। তা নিয়ে প্রতিবাদ গর্জে উঠলেও মানুষের সেবায় কিন্তু এগিয়ে আসেছে মসজিদ-ঈদগাহ কর্তৃপক্ষ।

Leave a Reply

error: Content is protected !!