Monday, September 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘মুসলিমদের তা হলে দেশ নেই’ – নাগরিকত্ব বিল নিয়ে মোদী সরকারকে বিঁধলেন মেহবুবা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রশ্ন তুললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। ট্যুইট করে মেহবুবা বলেছেন, ‛ভারত—মুসলিমদের কোনও দেশ নেই!’ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর মেহবুবা এখনও গৃহবন্দি।

আগামী সপ্তাহেই রাজ‍্যসভায় পেশ হবে নাগরিকত্ব স‌ংশোধনী বিল। তার আগে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রীসভার বৈঠকে ওই বিল কেন্দ্র সরকারের অনুমোদনের জন্য পেশ করেন। সহজেই তা পাসও হয়ে যায়।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

প্রসঙ্গত,গত ২৯ ও ৩০ নভেম্বর উত্তর- পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের নাগরিকত্ব স‌ংশোধনী বিল নিয়ে মতামত স‌ংগ্ৰহ করেছেন অমিত শাহ। প্রত্যেকেই ওই স‌ংশোধনী বিলে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভয় দিয়েছিলেন, ওই বিলে কারোর কোনও ক্ষতি হবে না।

অবশ্য, নাগরিকত্ব স‌ংশোধনী বিলে বিভিন্ন রাজ‍্য নিজেদের স্বার্থ স‌ংশ্লিষ্ট একাধিক প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব মানলে তাদের আপত্তি থাকবে না বলেও আশ্বস্ত করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ কর্তার দাবি, অরুণাচল প্রদেশ, নাগাল‍্যান্ড এবং মিজোরাম যেখানে ইনার লাইন পারমিট চালু রয়েছে, ওই রাজ‍্যগুলিকে ওই বিলের আওতার বাইরে রাখা হতে পারে। শুধু তাই নয়, ষষ্ঠ তপসিল আওতাধীন এলাকাগুলিকেও ওই বিলের বাইরে রাখার বিষয়ে আলোচনা চলছে।

প্রসঙ্গত, স‌ংবিধানের ষষ্ঠ তপশিল মোতাবেক অসম, মেঘালয় এবং ত্রিপুরায় স্ব-শাসিত পরিষদ ও স্ব-শাসিত জেলা পরিষদ গঠন করা হয়েছিল। সেখানে স্ব-শাসন এবং সাংবিধানিক শাসন ক্ষমতা বলবৎ রয়েছে। গত এনডিএ জমানায় ওই বিল লোকসভায় পাস হয়েছিল। কিন্তু, উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তর স্বার্থে ওই সময় কেন্দ্রীয় সরকার বিলটি রাজ‍্যসভায় পেশ করেনি।

কারণ, ওই বিলে তীব্র আপত্তি উঠেছিল। গত লোকসভা ভেঙে দেওয়ার পরে বিলটি বাতিল হয়ে যায়। এখন ওই বিলে একাধিক পরিবর্তন এনে রাজ‍্যসভায় পেশের প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, বিলটি রাজ‍্যসভায় সহজেই পাস হয়ে যেতে পারে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!