দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে উত্তরপ্রদেশের বুলন্দশহরে ভাঙচুর হয়েছিল সরকারি সম্পত্তি। এই ভাঙচুরের দায় নিয়ে প্রশাসনের হাতে ৬ লাখ ২৭ হাজার ৫০৭ টাকার ডিমান্ড ড্রাফট তুলে দিলেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বুলন্দশহরের এক মসজিদে নামাজ পড়তে জড়ো হয়েছিলেন অনেক মানুষ। নামাজের পরেই সেখানে উপস্থিত জেলাশাসক রবীন্দ্র কুমার ও সিনিয়র পুলিশ সুপার সন্তোষ কুমারের হাতে এই টাকা তুলে দেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলে তবেই এই টাকা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক রবীন্দ্র কুমার। তিনি বলেন, ‛তাঁরা বুঝতে পেরেছেন গত শুক্রবার এই বিক্ষোভে যে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে তা তাঁদেরই ট্যাক্সের টাকায় তৈরি। এটা তাঁদেরই ক্ষতি। আজ এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ একটা আবেদনপত্র ও ৬ লাখ ২৭ হাজার ৫০৭ টাকার একটা ডিমান্ড ড্রাফট এনে আমাদের সঙ্গে দেখা করেন। তাঁরা বলেছেন, এই ধরনের ঘটনা তাঁরা চান না।’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন