দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসির চূড়ান্ত তালিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, “যেভাবে এনআরসি তালিকা তৈরি হয়েছে, তাতে বহু সঠিক নাম বাদ গিয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যর্থ হয়েছেন সঠিক তালিকা তৈরি করতে।”
এ দিন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “আমার বাবাও বাংলাদেশের লোক ছিলেন। সেই হিসেবে তো আমিও বহিরাগত। আমাকেও বার করে দিক!” তিনি আরও বলেন, “ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ। এই তালিকা হওয়া উচিত ধর্মনিরপেক্ষতার শর্ত মেনেই।”