Tuesday, December 3, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

মারাদোনার মৃত্যু নিয়ে আরও ঘনাচ্ছে রহস্য, মনোবিদের মন্তব্যে নয়া মোড়

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মনোবিদ গ্ৰিসেলদা মোরেল এর কথায় কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার মৃত্যু নিয়ে আরও রহস্য ঘনাচ্ছে। আর্জেন্তিনার তদন্তকারীদের সামনে এই বক্তব্য রেখেছেন তিনি। মারাদোনার দেখাশোনার দায়িত্বে থাকা একজন রাতে ওর বিয়ারে ঘুমের ওষুধ মিশিয়ে দিত। যাতে রাতে উঠে জ্বালাতন করতে না পারেন। জানা গেছে, ডাক্তারের বারণ থাকা সত্ত্বেও বিয়ার ও ওয়াইন খেতে দেওয়া হতো মারাদোনাকে। তাঁর মানসিক অবস্থাও খারাপ অবস্থায় ছিল। মোরেল জানিয়েছেন, মারাদোনার হাতে ফোন না থাকা সত্ত্বেও তাকে ফোনে কথা বলতে দেখেছেন।

তদন্তের কারণেই মোরেলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শেষ দিকে কোনও তথ্য পাওয়া যায় কিনা জানতে মারাদোনার দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, মারাদোনার মৃত্যুর পরেই তাঁর বান্ধবী রোসিও অলিভা অভিযোগ করেছিলেন, মারাদোনা নিয়মিত মদ্যপান করেন।

Leave a Reply

error: Content is protected !!