Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

কৃষকদের সুবিচার দেওয়ার দাবি নাড্ডার, বাংলার এসে ভাঁওতাবাজি করছেন, অভিযোগ কৃষকদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কাটোয়ার সভা থেকে বাংলার কৃষকদের সুবিচার দেওয়ার দাবি জানানবিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এরপরেই নাড্ডার বক্তব্যের তীব্র বিরোধিতা জানান কৃষকরা। তাদের অভিযোগ, বাংলার এসে ভাঁওতাবাজি করছেন নাড্ডা।

কৃষকদের আরও অভিযোগ, কাটোয়ায় আজ নাড্ডা যে সভা করছেন তা লোক দেখানো ৷ চাষিদের সমর্থনে যে সমস্ত কাজ করা উচিত তার বিপক্ষে একশো শতাংশ কাজ করছেন ৷ যার জন্য দিল্লিতে মুখ দেখাতে পারছেন না ৷ সারা ভারতে আন্দোলন প্রশমিত হচ্ছে ৷ সেই আন্দোলনকে চাপতে ও পাশাপাশি বিধানসভা ভোটে রাজনৈতিক স্বার্থে রাজ্যে এসেছেন জেপি নাড্ডা ৷ বলছেন পূর্ব বর্ধমানের একাংশ চাষি ৷

 

Leave a Reply

error: Content is protected !!