Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

যাকাতের টাকায় ৪০০ মেট্রিক টন অক্সিজেন দান করলেন নাগপুরের ব্যবসায়ী পিয়ারে খান

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা ভারতের। একদিকে হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না, আরেকদিকে বেড পাওয়া গেলেও অক্সিজেন পাওয়া যাচ্ছেনা। এহেন পরিস্থিতিতে নাগপুরের এক ব্যবসায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তিনি অক্সিজেনের অভাব মেটাতে কয়েক লক্ষ টাকা দান করেন।

নাগপুরের ব্যবসায়ী পিয়ারে খান নিজের রোজগারের ৮৫ লাখ টাকা খরচ করে এখনও পর্যন্ত ৪০০ মেট্রিক টন অক্সিজেন সরকারি হাসপাতালগুলোতে পৌঁছে দিয়েছেন। টাকা দিতে গেলে তিনি জানান, রমজান মাস চলছে, আর মুসলমানের ওপর যাকাত ফরজ, এটা আমি যাকাত হিসাবেই দিলাম। শুধু তাই নয়, রোগীদের যাতে অক্সিজেনের অভাব না হয়, তাঁর জন্য পিয়ারে খান গোটা পরিস্থিতিতে নজর রাখছেন।

পিয়ারে খান নিজের ট্রান্সপোর্টে মাধ্যমে নাগপুরে অক্সিজেনের অভাব মেটাচ্ছেন। তিনি ২৫টি ট্যাঙ্কারের সাহায্যে দশ দিনে নাগপুরের সরকারি আর বেসরকারি হাসপাতালগুলিতে ৪০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করেছেন। এই ট্যাঙ্কার গুলো ভিলাই, বিশাখাপট্টনাম, বেল্লোরী থেকে নিয়ে আসা হয়েছিল। উল্লেখ্য, ১৯৯৫ থেকে ২০০১ পর্যন্ত পিয়ারে খান অটো চালিয়ে জীবন যাপন করতেন। নিজের অক্লান্ত পরিশ্রমের কারণে তিনি আজ রোডওয়েজ নামের একটি কোম্পানির মালিক। পিয়ারে খানের ট্রান্সপোর্টের ব্যবসা গোটা ভারতের পাশাপাশি নেপাল আর ভুটানে ছড়িয়ে রয়েছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!